নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৩১,অক্টোবর :: ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ৬০বছরের এক বৃদ্ধ। মৃত ব্যক্তির নাম সুধীর মৃধা । বাড়ি বর্ধমানের কাঞ্চননগর এলাকায় । পরিবার সূত্রে জানা যায় নাতিকে ভাত খেতে ডাকছিলো ।
পাশের বাড়িতে নাতি ছিলো । নাতি ভাত খেতে যায়নি তারপরেই ঘরের ভিতর দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই বৃদ্ধ,।  দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়,যদিও কি কারনে এই ঘটনা ঘটলো সঠিক কিছু বলতে পারেনি পরিবারের লোক। মৃত্যুর কারন অজানা।পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

