নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৩১,অক্টোবর :: প্রতিবেশী একজন মানসিক প্রতিবন্ধী মেয়েকে অবৈধভাবে গর্ভবতী করার অভিযোগে গ্রেফতার হলেন এক বৃদ্ধ ঝুলন দাস। তার বাড়ি মন্তেশ্বরের গদারপাড় এলাকায়।
মন্তেশ্বর থানা পুলিশ তার বিরুদ্ধে বিএনএস দন্ডবিধির ৬৪ (১) (কে) (এম) ধারায় মামলা রুজু করেছে । অভিযুক্ত ঝুলন দাস সাংবাদিকদের নিকট নিজের দোষ স্বীকার করে নেন। তিনি বলেন ভুল করেছি।

