সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: শুক্রবার ৩১,অক্টোবর :: পরনে লাল টুকটুকে বেনারসি। সিঁথিতে সিঁদুর। কনে সাজে সঞ্জয় মিশ্রর সঙ্গে ধরা দিয়ে নেটভুবনে শোরগোল ফেলে দিলেন মাহিমা চৌধুরী।
২০১৩ সালে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন অভিনেত্রী। ডিভোর্সের একযুগ বাদে বাহান্ন বছর বয়সে এবার নতুন করে সংসার পাতলেন মাহিমা? কনে সাজে নায়িকাকে দেখে কৌতূহলের পারদ তুঙ্গে!

