নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৩১,অক্টোবর :: আইকিউ সিটি কাণ্ডে শুক্রবার ধৃতদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। শেখ সফিক ও রিয়াজউদ্দিনের জামিনের আবেদন করলে তা খারিজ করে দেন। ছয়জনেরই ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
দুর্গাপুর মহকুমা আদালতের বিচারকে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে সেইগুলি সিসিটিভি ফুটেজ পেনড্রাইভের মাধ্যমে দেওয়া হয়েছে। চার্জশিটে সমস্ত তথ্য দেওয়া আছে।
তারপরেই লিগেল এইড আইনজীবী, বলেন তিন জন প্রথমে ঘটনা ঘটিয়েছিল। নির্যাতন চালানোর পর মোবাইল ছিনতাই করে পালায় ।
তারা চলে যাওয়ার পর শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখ এসেছিল। ২০০টাকা ডাকাতি করেছিল এবং তাদের ফোন থেকে ছিনতাই হয়ে যাওয়া ফোনে ফোন করেছিল। যেহেতু তারা ফোন করেছিল সেজন্য তাদের বিরুদ্ধেও একাধিক ধারা দেওয়া হয়েছে। বিচারক বলেন শনিবার সকাল সাড়ে দশটায় অতিরিক্ত দায়রা আদালতে পরবর্তী মামলার শুনানি হবে।

