নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নোয়াপাড়া :: শনিবার ১,নভেম্বর :: নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু এক জনসভায় প্রাক্তন বিধায়ক সুনীল সিং সম্পর্কে বলেন উনি একবার বাই ইলেকশনে জিতে ছিলেন। সুনীল সিং কখনো বিজেপি কখনো তৃণমূল লোক বুঝে উঠতে পারে না তিনি কোন দলে।
শুভেন্দু অধিকারি যেদিন গারুলিয়া এসেছিলেন সেই দিন শুভেন্দু অধিকারী পদ্ম ফুল দিয়েছিলেন সুনীল সিং কে। মঞ্জু বসু বলেন তিনি বিজেপিতে পা রাখার জন্য প্রস্তুত। তৃণমূলের টিকিট পাবেন না তাই আগে থেকে বিজেপিতে পা রাখার চেষ্টা করছেন।
তার পরিপ্রেক্ষিতে এবারে মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তিনি দাবি তোলেন তাকে তৃণমূলের কোনো মিটিংয়ে বা মিছিলে ডাকা হয় না । আজ তৃণমূলের একটি সভা ছিল গারুলিয়ায় আজাদ হিন্দ সংঘের মাঠে সুনীল সিং এর বাড়ির সামনে। সেখানেও ডাকা হয়নি তাকে।
তিনি দাবি করেন আমি তৃণমূল কংগ্রেসের ওয়েটিং লিস্টে আছি। ২৪ এর এমপি ইলেকশনের পর থেকে আমাকে আর ডাকা হয় না। এখন যিনি বিধায়িকা মঞ্জু বসু তাকে কেউ পায় না। তিনি কোথায় থাকেন কেউ জানেন না।
মঞ্জু বস যতবার ভোটে দাঁড়িয়েছেন আমি পাশে থেকে তাকে জিতিয়েছি। আমি এই বিধায়কের জন্যই কোন ঠাসা হয়ে আছি। প্রাক্তন বিধায়ক বনাম বর্তমান বিধায়িকার সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্য এলো

