চন্দননগর মানেই আলোর শহর। আর সেই আলোর শহর এখন উৎসবের আবহে মোড়ানো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শনিবার ১,নভেম্বর :: আজ চন্দননগরের ঐতিহাসিক ও বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী পূজার নিরঞ্জন শোভাযাত্রা। একে ঘিরে ইতিমধ্যেই জনমানসে উৎসবের আমেজ, শহর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শুক্রবার রাত থেকেই চন্দননগরের অলিগলিতে, প্যান্ডেলের পাশে, আলো শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কোথাও তৈরি হচ্ছে ‘চন্দ্রযান’, কোথাও ফুটিয়ে তোলা হচ্ছে ছোটদের প্রিয় ‘নীলকমল-লালকমল’,আবার কোথাও গড়ে উঠছে ‘শিবের মহাকাল’— সবাই শনিবার সন্ধ্যা ছ’টা থেকে শুরু হওয়া ঐতিহাসিক শোভাযাত্রায় অংশ নেবে।

শহরের প্রতিটি মোড়ে এখন আলোর ঝলকানি, সাজসজ্জায় মেতে উঠেছে স্থানীয়রা। দর্শনার্থীদের ভিড় ইতিমধ্যেই উপচে পড়ছে দূরদূরান্ত থেকে। চন্দননগরের পুলিশ প্রশাসনও ব্যস্ত শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে।

হাতে মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই শুরু হবে চন্দননগরের জগদ্ধাত্রী পূজার নিরঞ্জন শোভাযাত্রা—যা শুধু আলোর উৎসব নয়, বরং চন্দননগরের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =