এসআইআরের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে সরকারি কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান বিধায়কের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বাসন্তী ::  রবিবার ২,নভেম্বর ::   এসআইআর করতে এসে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে বেঁধে রাখার হুমকি সরকারি কর্মীদের। বাংলায় এসআইআরের নামে এন আর সি করলে বা বিহারের মত বৈধ ভোটারদের নাম বাদ দিলে বাংলায় রক্তগঙ্গা বইবে বলেও হুঁশিয়ারি দিলেন বিধায়ক।

বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল এভাবেই এসআইআরের বিরুদ্ধে গর্জে উঠলেন শুক্রবার বিকেলে। এদিন এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বাসন্তীর সোনাখালি বাজারে।
বাসন্তী ব্লক তৃণমূলের ডাকে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ প্রতিমা মণ্ডল ও বাপি হালদার,
জেলা পরিষদের পূর্ত  কর্মাধক্ষ্য তথা জেলা তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান, বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল, ব্লক তৃণমূলের আহ্বায়ক আব্দুল মান্নান গাজী সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
এদিনও এসআইআরের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল নেতৃত্ব। কোন একজন সঠিক ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না বলে হুঙ্কার দেন নেতৃত্বরা।
আর সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য রাখেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। যদিও এই বক্তব্যের পাল্টা দিতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =