নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ৩,নভেম্বর :: সাত সকালে নদিয়ায় ইডি হানা। ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির তদন্তে ইডি আধিকারিকরা। সাত সকালেই ইডি আধিকারিকরা পৌঁছান নদিয়ার চাকদহের চুয়াডাঙ্গা পরারি গ্রামে বিপ্লব সরকারের বাড়িতে।
বিপ্লব সরকারের পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে প্রায় তিন ঘন্টা তল্লাশি আধিকারিকরা, এখানে দেখা হয় বিপ্লব সরকার তার ভাই বিপুল সরকার তাদের পরিবারের যে পাসপোর্ট তৈরি করেছিল কোন কোন নথি দিয়ে।
পাশাপাশি সম্প্রতি এই জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়ার চাকদা থেকে গ্রেপ্তার হয়েছে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তি।তার থেকে পাওয়া গিয়েছে সাড়ে তিনশোর বেশি জাল পাসপোর্ট।
সেই সূত্র ধরেই এদেরকে জিজ্ঞাসাবাদ চলল ।এরপর ব্যাংকের পাশবই খতিয়ে দেখে মোবাইল ফোন রেকর্ড থেকে শুরু করে পাসপোর্ট ও খতিয়ে দেখে ইডি আধিকারিকেরা।সন্দেহের বশে বিপুল সরকার তার দাদা বিপ্লব সরকার এবং তাদের বাবাকে আটক করে নিয়ে গেল ইডি আধিকারিকরা। সাথে তাদের সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে।

