নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আগরতলা :: সোমবার ৩,নভেম্বর :: আমার স্ত্রীকে ফিরিয়ে আনেন, আর না হলে আমি মরে যাব। থানার সামনে কাঁদতে কাঁদতে এমনটাই পাগলামি করেছিল এক স্বামী। দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে আবারো পালিয়ে গেল এক গৃহবধু।
ঘটনা ত্রিপুরার মেলাঘর থানা দিন তক্সাপাড়া এলাকা। ঘটনার বিবরণের প্রকাশ মেলাঘর থানা দিন তকসাপাড়ার প্রদীপ দেবনাথ পেশা একজন রাজমিস্ত্রি, আজ থেকে ১১ বছর আগে বিয়ে করেন উদয়পুর কুপিলং এলাকার মামপি দেবনাথ কে। বর্তমান ১০ বছর এর একটি মেয়ে, ও দেড় বছরের একটি শিশু রয়েছে।
মাম্পি দেবনাথ তার দেড় বছরের শিশুকে বিশ্রামগঞ্জ ডাক্তার দেখার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসে নি।স্বামী প্রদীপ দেবনাথ বহু জায়গা খোঁজাখুঁজি করার পর, না পেয়ে অবশেষে মেলাঘর থানা দ্বারস্থ হলেন।
১১ বছরের মধ্যে স্বামী প্রদীপ দেবনাথ কখনো কোনদিন তার স্ত্রী কোন ছেলের সঙ্গে কথা বলতে মোবাইলে দেখেননি,কিন্তু পালিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন তার স্ত্রী কোন এক নাম্বারে মোবাইলের দীর্ঘক্ষণ কথা বলতো তার প্রেমিকের সঙ্গে।
সেই নাম্বার এবং কল লিস্ট নিয়ে থানা হাজির হলেন প্রদীপ দেবনাথ। কান্নায় ভেঙ্গে পড়লেন স্বামী, ১১ বছরের সংসার মুহূর্তর মধ্যে শেষ হয়ে যাবে স্বামী প্রদীপ দেবনাথ হয়তো ভাবতে পারেননি।
হায়রে পরকীয়া, এ সমাজ একেবারে ধ্বংসের দিকে, যেখানে অবিবাহিতা যুবক ও যুবতী পালিয়ে যাওয়ার কথা আর সেই জায়গা মেলাঘর থানায় প্রতিমাসে ১০ থেকে ১২টি মামলা লিপিবদ্ধ হয় গৃহবধূ পালিয়ে যাওয়ার।

