নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুতি :: সোমবার ৩,নভেম্বর :: ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুর এলাকা থেকে বেশি কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। রাতে টহলদারির সময় পরিত্যক্ত কয়েকটি ব্যাগ দেখতে পায় পুলিশ।
ব্যাগগুলো তল্লাশি চালিয়ে প্রায় ৩০০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
যদিও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবুও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

