নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রিষড়া :: সোমবার ৩,নভেম্বর :: কোরাসের ৩৫তম বর্ষের জগদ্ধাত্রী পুজোয় ছাপার ইতিহাস। গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের বহু আগে মানুষ হাতেই করতেন খোদাইয়ের মাধ্যমে মুদ্রণ কাজ। সেই খোদাই শিল্পকেই নতুন করে তুলে ধরা হয়েছে রিষড়ার কোরাস পুজো কমিটির এবারের মণ্ডপে।
মূল ভাবনা — ‘ছাপার বিবর্তন’। বাঁশ, লোহা ও কাঠের মতো প্রাকৃতিক উপাদানের উপর সূক্ষ্ম খোদাই শিল্পের নিখুঁত প্রকাশ ঘটিয়েছেন শিল্পীরা। পুজো কমিটির সভাপতি মানিকলাল বনিক জানান, “আমরা দেখাতে চেয়েছি কীভাবে খোদাই থেকে শুরু হয়ে গুটেনবার্গের ছাপাখানায় পৌঁছেছে মানব সভ্যতার মুদ্রণযাত্রা।”
প্রতিমা সম্পূর্ণ সাবেকি রূপে গড়া হলেও মণ্ডপ ও আলোকসজ্জার আধুনিক স্পর্শ দর্শনার্থীদের মুগ্ধ করছে। রঙিন আলো আর সৃজনশীল উপস্থাপনায় ইতিমধ্যেই রিষড়ার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে কোরাসের জগদ্ধাত্রী পুজো।

