নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ৩,নভেম্বর :: আইকিউ সিটি কাণ্ডে দুই অভিযুক্তকে রাজসাক্ষীর প্রস্তাব সরকারি আইনজীবীর। সোমবার ৬ অভিযুক্তকে জেল হেফাজত থেকে দুর্গাপুর মহকুমার অতিরিক্ত জেলা আদালতে তোলা হয়।
বিচারকের কাছে অভিযুক্ত সহপাঠী ওয়াসিফ আলীর আইনজীবী শেখর কুন্ডু সাওয়াল করেন, এত দ্রুত চার্জশিট দেওয়া হয়েছে চাপে পড়ে। আর যেন চার্জশিট জমা দিতে না পারে। পাশাপাশি তিনি আবেদন করেন, থানার সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য।
অন্যদিকে সরকারি আইনজীবী বিভাষ চট্টোপাধ্যায় বলেন, আমরা আইন অনুযায়ী শফিক শেখ এবং রিয়াজউদ্দিনকে রাজ সাক্ষীর প্রস্তাব রেখেছি। তারপরেই বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন অভিযুক্তদের।

