নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: সোমবার ৩,নভেম্বর :: বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ট্রেনে যাওয়ার পথে রহস্য জনকভাবে নিখোঁজ শিউলি দাস ও তার ৪ বছরের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১শে অক্টোবর দুপুর আনুমানিক একটার সময় নিজের বাপের বাড়ি জোড়পাকড়ি থেকে তার স্বামীর বাড়ি নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় বছর ২৮ শের শিউলি দাস।
পরবর্তীতে শিউলির বাবার বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে ফোন করলে জানা যায় তিনি স্বামীর বাড়িতে পৌঁছাননি। শিউলির মা লিবা দাস জানান,ট্রেনে ওঠার পর ডালখোলা এবং মালদায় থাকা কালীন মেয়ের সাথে শেষ বার কথা হয়, তার পর থেকে মোবাইল বন্ধ।
এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি জমা করা হয়েছে। জোড়পাকড়ির বাপের বাড়ির ও নবদ্বীপে স্বামীর পরিবার চিন্তায় ও উদ্বেগে। শিউলির বিবরণ,উচ্চতা ৫ ‘ গায়ের রং : ফর্সা, পরনে: চুড়িদার।

