নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: সোমবার ৩,নভেম্বর :: গতকাল গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর গতকাল রাত্রি একটা নাগাদ দিনহাটা থানার অন্তর্গত ওকরাবাড়ি কাওরাই ব্রিজের কাছে ছোট বোয়ালমারীর বাসিন্দা মোহাম্মদ শামীম নামের এক ব্যক্তিকে আটক করা হয়
এরপর তাকে তল্লাশি চালিয়ে ১৪০০ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট যার ওজন প্রায় ৯০ গ্রাম উদ্ধার এবং বাজেয়াপ্ত করা হয় এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করে মাদক আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলার রুজু করেছে দিনহাটা থানার পুলিশ।
সূত্রের খবর এর আগেও মোহাম্মদ শামীম অস্ত্রসহ ধরা পড়েছিল এবং গাঁজা সহ গ্রেপ্তার হয়ে দশ বছর জেল খেটেছিল।
এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক। পুলিশের এই মাদকবিরোধী অভিযানে খুশি এলাকার সাধারণ মানুষ। পুলিশ জানিয়েছে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলছে এবং আগামী দিনেও এলাকাকে মাদক মুক্ত রাখতে এই ধরনের অভিযান চলবে।

