নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৩,নভেম্বর :: ঘোষণা হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ। দ্য পার্ক হোটেলে সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানান হল, ২২ জানুয়ারি মেলার উদ্বোধন হবে। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও নানা ক্ষেত্রের গুণীজন। সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনেই হবে বইমেলা। উল্লেখ্য, এবারও মেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন।
এই প্রথম ‘থিম কান্ট্রি’ হল আর্জেন্টিনা, যাদের সঙ্গে ভারতের তথা বাংলার সাংস্কৃতিক সম্পর্ক গভীর। ভারতে আর্জেন্টিনার দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
তাঁদের বক্তব্য ও উপস্থিতি দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। গিল্ডের তরফে জানানো হয়, ২০২৬ সালের বইমেলায় অংশ নেবে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন, পেরু, জাপান, থাইল্যান্ড, এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ।
এছাড়াও থাকবে দেশের বিভিন্ন প্রদেশের বহু প্রকাশনা সংস্থা। গিল্ডের কর্তারা আরও জানান, ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী। বই বিক্রির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা। ২০২৭ সালে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পা দেবে সুবর্ণজয়ন্তীতে। সেই উপলক্ষে বিশেষ পরিকল্পনা নিয়েছে বইমেলা কর্তৃপক্ষ।

