নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৪,নভেম্বর :: আচার ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যু হল তিনবছরের এক শিশু কন্যার । মৃত শিশুর নাম ঋতু দাস । বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত পিলসুয়া গ্রামে।
পরিবার পরিবার সূত্রে জানা যায় ইদুর মারার বিষটি চালের উপর তোলা ছিলো । কোনোভাবে চাল থেকে মাটিতে পড়ে আর তার পরেই সে আচার ভেবে বিষটি চেটে চেটে খেয়ে ফেলে ।
তড়িঘড়ি তাকে নতুনহাট মঙ্গলকোট হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই শিশু কন্যার ।
