২০০২ সালের লিস্টে নাম নেই,ডানকুনিতে SIR আতঙ্কে মৃতুর অভিযোগ তৃণমূলের,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: মঙ্গলবার ৪,নভেম্বর ::   ২০০২ সালের লিস্টে নাম নেই,ডানকুনিতে SIR আতঙ্কে মৃতুর অভিযোগ তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির।এস আই আর আতঙ্কে অসুস্থ আরো এক।ঘটনা ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের।

মৃতের নাম হাসিনা বেগম, বয়স ৬০ বেশ কয়েক দিন ধরে SIR নিয়ে চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের। তিন দিন আগে এস আই আর নিয়ে এলাকায় মিটিং হয় তার পর থেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হসিনা বেগম।

তিনি ১৩নং ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে ২০নং ওয়ার্ডের নজরুলপল্লিতে ভাড়া বাড়িতে থাকতেন । সেখানেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েএলাকায় । খবর পেয়ে পরিবারের সঙ্গে কথা বলতে যান ডানকুনি পৌরসভার পুর প্রধান হাসিনা শবনম। হাসিনা শবনম বলেন, এস আই আর নিয়ে যথেষ্ট আতঙ্কিত মানুষ। বিশেষ করে যাদের ২০০২ সালে নাম নেই।

যিনি মারা গেছেন তার ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই সে কারণেই আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।তার আরো দাবি এলাকার আরো একজন এস আই আর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন তার চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =