নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: মঙ্গলবার ৪,নভেম্বর :: বীরভূম জেলার মল্লারপুর থানার পুলিশের হাতে ফের বড়সড় সাফল্য। একাধিক চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে একের পর এক মোটরবাইক উদ্ধারে নজির গড়ল পুলিশ। চুরি যাওয়া তিনটি মোটরবাইকের মধ্যে তিনটিই উদ্ধার করতে সক্ষম হয় মল্লারপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ই অক্টোবর রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামের বাসিন্দা ভাগ্যধর লেট লিখিতভাবে অভিযোগ জানান যে, ১০ই অক্টোবর তাঁর মোটরবাইক চুরি যায়। ওই ঘটনার ভিত্তিতে তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ।
অন্যদিকে মল্লারপুরের বাহিনা মোড়ের বাসিন্দা অভিজিৎ দাসও ১৩ই অক্টোবর নিজের মোটরবাইক চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেন থানায়।
দুই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সূত্র ধরে চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে একাধিক অসংগতি ধরা পড়ে, এরপরই চারজনকেই গ্রেফতার করা হয়।
পুলিশি জেরায় ধাপে ধাপে উঠে আসে চুরির নেপথ্যের রহস্য। তাদের বয়ানের ভিত্তিতে প্রথমে দুটি মোটরবাইক উদ্ধার করে পুলিশ। কিন্তু বাকি একটি বাইকের কোনো সন্ধান না মেলায় তদন্ত আরও জোরদার করে পুলিশ।
অভিযুক্তদের ফের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নতুন তথ্য। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাতারাতি তল্লাশি চালিয়ে চুরি যাওয়া তৃতীয় বাইকটিও উদ্ধার করতে সক্ষম হয় মল্লারপুর থানার পুলিশ।
এই ঘটনায় পুলিশের তৎপরতা ও তদন্তের দক্ষতায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ এখন পুলিশের এই সাফল্যে স্বস্তি পাচ্ছেন।

