এস আই আর শুরু হতেই দুয়ারে বি এল ও

সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ৪,নভেম্বর :: মঙ্গলবার থেকে গোটা বাংলায় শুরু হলো এস আই আর। এস আই আর শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে সাধারণ ভোটারদের বাড়িতে পৌঁছে যাচ্ছে বি এল ওরা। মঙ্গলবার থেকে শুরু করে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে ভোটারদের।

প্রযুক্তিগত সমস্যা মিটে গেলে রাজ্যের বাইরে থাকা ভোটারেরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে।

পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ।চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি। এদিন সকাল থেকেএ ডায়মন্ডহারবার ,বারুইপুর , সোনারপুর , নামখানা, কাকদ্বীপ সহ প্রতিটি জায়গায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে বি এল ও রা।

এস আই আর সংক্রান্ত সমস্ত তথ্য এবং নথি খতিয়ে দেখছেন তারা পাশাপাশি পাশাপাশি ফরম ফিলাপের জন্য ভোটারদের সহযোগিতা করছে বিএল ওরা।

বিভিন্ন রাজনৈতিক দলের তরফে রাজ্যে ৪১৮০০ বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)-এর নাম নথিভুক্ত হয়েছে। তবে কোন রাজনৈতিক দল কত এজেন্ট দিয়েছে এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে সিইও দফতর।

এ বিষয়ে মতিউর রহমান নামে বারুইপুর পৌরসভার বাসিন্দা তিনি জানান, আজ থেকে গোটা বাংলায় শুরু হয়েছে এস আই আর এর প্রক্রিয়া।ফরম ফিলাপের ক্ষেত্রে যেখানে অসুবিধা হয়েছে সেখানে বি এল ও ম্যাডাম সমস্যাগুলি সমাধান করেছে। এ বিষয়ে সীমা সরদার নামে বারুইপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বি এল ও বলেন, আজ বিডিও অফিস থেকে দশটি ফর্ম দেয়া হয়েছে ১০ টি ফর্ম আমরা নিয়ে কাজ শুরু করেছি। পর্যাপ্ত পরিমাণে ফর্ম থাকলে দ্রুততার সাথে কাজ এগবে।

এখনো পর্যন্ত কোনো বাধা সম্মুখীন হইনি আমরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের বি এল ও টুদের আমাদের সঙ্গে থাকার কথা। কিন্তু এখনো পর্যন্ত তারা আসেনি তাই আমি কাজ শুরু করে দিয়েছি। মূলত ২০০২ এর ভোটার লিস্টে যে সকল ব্যক্তিদের নাম রয়েছে সে সকল ব্যক্তিদের কোন নথির যাওয়ার প্রয়োজন নেই।

যে সকল ব্যক্তিদের ২০০২ এর ভোটার লিস্টে নাম নেই সে সকল ব্যক্তিদেরই শুধু নথির প্রয়োজন হচ্ছে। আপাতত পর্যাপ্ত পরিমাণে ফর্ম না থাকার কারণে দশটি ফর্ম নিয়েই কাজ শুরু করেছি। আগামী দিনে ফর্মের সংখ্যা বাড়বে এবং কাজ দ্রুততার সাথে এগোবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =