বিএলওর সাথে ঘুরছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি। এনুমারেশন ফর্ম দেওয়ার দিনেই ধরা পড়ল সেই চিত্র।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৪,নভেম্বর :: বিএলওর সাথে ঘুরছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি। এনুমারেশন ফর্ম দেওয়ার দিনেই ধরা পড়ল সেই চিত্র। এভাবেই ভয় দেখাচ্ছে তৃণমূল নেতারা বিএল ওদের কটাক্ষে বিজেপি। পাল্টা সাফাই তৃণমূলের। মঙ্গলবার সকালে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ১০০নং বুথে।

বিএলও রিঙ্কু পোদ্দার বিএলএ মানস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কাজে বেরোন। বিতর্কের শুরু হলো আচমকা ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি বাপ্পা রায় এই দলে যোগ দিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে ভোটারের সাথে কথা বলাকে কেন্দ্র করে। কেন তৃণমূল নেতা এই কমিশনের দলে???

এই প্রশ্ন তুলে সরব বিরোধীরা। কিছুই জানতেন না জানালেন বিএলও রিঙ্কু পোদ্দার। একই সাফাই বিএলও দুই মানস বন্দ্যোপাধ্যায়ের। নিজের দোষ স্বীকার করে দলের সঙ্গ ছাড়েন তৃণমূলের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বাপ্পা রায়।

সব মিলিয়ে এসআইআর শুরুর দিন প্রথম দিনেই বিতর্ক দিযেই শুরু দুর্গাপুরে। কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,”নির্বাচন কমিশন জানিয়েছিল রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলএটুতে থাকতে পারে। কিন্তু তৃণমূল নেতা কেন গেল? ভয় দেখাতে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 18 =