নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বুধবার ৫,নভেম্বর :: ভয়াবহ দুর্ঘটনায় উত্তপ্ত হল কুমারগঞ্জ। বুধবার সকালেই লরির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বয়রাপাড়া এলাকা।
মৃতের নাম রসিদুল মণ্ডল (৪২), পেশায় কাঠুরে, বাড়ি কেশরাইল গ্রামে। প্রতিদিনের মতো সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন তিনি।
রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বয়রাপাড়ায় পৌঁছতেই মাছের খাবার বোঝাই এক লরি পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তাঁকে। মাটিতে ছিটকে পড়তেই লরির চাকা গড়িয়ে যায় শরীরের উপর দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রসিদুলের।
চালক পালিয়ে গেলেও ক্ষুব্ধ গ্রামবাসীরা লরিটি ঘিরে বিক্ষোভ শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে লরিতে, চলে লুটপাটও। এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। যে খবর পেয়ে ছুটে আসে কুমারগঞ্জ থানার পুলিশ ও পতিরাম দমকল বাহিনী।
তবে স্থানীয়দের বাধায় প্রথমে বিপাকে পড়েন দমকল কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।
স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান সরকারের অভিযোগ, “বেপরোয়া লরি চালক প্রথমে ধাক্কা মারে, পরে পিষ্ট করে পালানোর চেষ্টা করে।” ঘটনায় শোক ও ক্ষোভে উত্তাল গোটা এলাকা।

