পাচার হতে যাওয়া ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে নদিয়ার চাপড়ায় বিএসএফের হাতে আক্রান্ত ৫ পুলিশ কর্মী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ৬,নভেম্বর :: নদিয়ার চাপড়ায় পাচার করতে যাওয়া নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে বিএসএফ জওয়ানদের মারধরে আহত হলো চাপড়া থানার ৫ জন পুলিশ কর্মী। ইতিমধ্যেই আহতদের চাপড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার রাতে সীমানগর বিএসএফ ক্যাম্পের কিছুটা দূরে সীমানগর বাসস্ট্যান্ড থেকে একটি গাড়িতে করে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল। গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ সেখানে হানা দেয়। পাচার হতে যাওয়া নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে বেশ কয়েকজন সাদা পোশাকের বিএসএফ জওয়ান। পুলিশের সাথে শুরু হয় বচসা। পাচার হতে যাওয়া বিপুল পরিমাণ ফেন্সিডিল পুলিশ যখন উদ্ধার করতে যায় তখনই পুলিশের ওপর চড়াও হয় বিএসএফ জওয়ানরা এমনটাই অভিযোগ পুলিশের।

পুলিশের গাড়ি থেকে উদ্ধার হওয়া ফেনসিডিল ছিনিয়ে নেয় বিএসএফ জওয়ানরা। উভয় তরফের বচসা ও হাতাহাতিতে চাপড়া থানার দুই এস আই সহ পুলিশ কর্মীদের মারধর শুরু করে বিএসএফ জওয়ানরা। ঘটনায় আহত হয় ৫ জন পুলিশ কর্মী। তাদের ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে চাপড়া ব্লক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে।

পাচার হতে যাওয়া সেই ফেনসিডিল গাড়ি থেকে নিয়ে চলে যায় বিএসএফ। ঘটনার খবর পেয়ে চাপড়া থানায় পৌছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক।

এ বিষয়ে কৃষ্ণনগর ডিআইজি হেডকোয়ার্টার আর পি উদিত বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনাটি সীমানগর বিএসএফ ক্যাম্প চত্বরে ঘটেছিল ওই এলাকাটি বিএসএফের হাওয়ায় স্বাভাবিকভাবে বিএসএফ সেগুলোকে উদ্ধার করে।

কিন্তু পুলিশ এসে সেগুলোকে ছিনিয়ে নিতে যায়। পুলিশ কে মারধরের ঘটনা তিনি অস্বীকার করেন উপরন্ত তাদের একজন বিএসএফ কর্মীকে আটক সহ অন্যান্য বিএসএফ কর্মীকেও মারধরের অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 9 =