নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ৬,নভেম্বর :: চুঁচুড়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পার্বতী রায় লেনে মঙ্গলবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। একটি বাড়ির ইলেকট্রিক মিটার বক্সে হঠাৎই আগুন লাগে, মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে পুরো মিটার বক্সটি পুড়ে ছাই হয়ে যায়,
ওই বাড়িতে উপস্থিত ছিলেন ৮৫ বছরের ডক্টর বঙ্কিম চ্যাটার্জী এবং তাঁর স্ত্রী শ্বেতা চ্যাটার্জী। হঠাৎ আগুনের ফুল্কি চোখে পড়তেই তাঁরা চিৎকার শুরু করেন। তার মধ্যেই ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। সকলের তৎপরতায় প্রবীণ দম্পতিকে দ্রুত বাড়ি থেকে নিরাপদে বের করে আনা হয়।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান জন প্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জী। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনী ও ইলেকট্রিক দপ্তরকে। দমকল ও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় যুবকেরা আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা করে বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। পরবর্তীতে ইলেকট্রিক দপ্তর ও দমকল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বাড়ির ভিতরে বড় ক্ষতি না হলেও মিটার বক্স সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
স্থানীয়দের দাবি, বিদ্যুৎ এর তারে কোনোরকম ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। সবশেষে এলাকাবাসীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচানো গেল প্রবীণ দম্পতিকে।

