শান্তিপুরের রাস উৎসবে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে গিয়ে দর্শন করলেন শ্যাম সুন্দর জীউ বিগ্রহ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ৬,নভেম্বর :: শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির রাস মঞ্চে প্রবেশ করে শ্যামসুন্দর জিউকে দর্শন করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

তাকে বরণ করে নেন বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির বংশধর তথা শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।এরপর গোটা শান্তিপুর বাসীর উদ্দেশ্যে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আজ আমি শান্তিপুরের রাস উৎসবে আসতে পেরে খুবই গর্বিত মনে করছি, এর আগে দলীয় কর্মসূচিতে এসেছি, কিন্তু রাস উৎসবের এই প্রথম। ব্রজ কিশোর গোস্বামী একটি প্রসিদ্ধ পরিবারের ছেলে, সে শুধু বিধায়ক নয় এই পরিবারের একজন অনুপ্রেরণা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস উৎসবে আসার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন, তাই রাস উৎসব দেখতে পেরে সত্যিই আমি আনন্দিত গর্বিত।

যদিও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কে দেখার জন্য বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির রাসমঞ্চের দরবারে অগণিত ভক্তবৃন্দদের ভিড় থাকার পাশাপাশি উপস্থিত ছিলেন দলীয় কর্মী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। অন্যদিকে রাস মঞ্চে দাঁড়িয়ে রাস উৎসব এবং ভাঙ্গা রাসের ব্যাখ্যা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seventeen =