চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১৯৬ নম্বর বুথের প্রায় ১৫০ মানুষের নাম নেই।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ৭,নভেম্বর :: ২০০১ এবং ২০০৪ সালে তাঁরা ভোট দিয়েছেন। গত বছর লোকসভা ভোটও তাঁরা দিয়েছেন। এসআইআর আবহে ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে তাঁদের নাম নেই।

তাই রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে হুগলি-চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১৯৬ নম্বর বুথের প্রায় ১৫০ মানুষের। কি করে এমনটা হল বুঝে উঠতে পারছেন না তাঁরা।

প্রশাসন সূত্রের খবর, ২০০২ সালে শেষ বার এসআইআরের সময় ওই বুথের নম্বর ছিল ৩১। নাম বাদ যাওয়া মানুষদের দাবি, ওই সালের আগের বছর ২০০১-এ তাঁরা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। আবার ২০০৪ সালের লোকসভাতেও তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ যাবৎ সব ভোটেই তাঁরা ভোটার হিসেবে অংশ ২০০২ সালের প্রকাশিত ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ গিয়েছে।

যদিও তাঁদের দাবি, ২০০২ সালে নাম না থাকলে যে যে নথি চাওয়া হয়েছে তাঁর সবই রয়েছে তাঁদের কাছে, তবুও তাঁদের প্রশ্ন এমনটা কেন হল। স্থানীয় তৃণমূল নেতা তারক বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে আমরাও উদ্বেগে রয়েছি। প্রশাসনকে বিষয়টি জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + twenty =