বাথরুম যাওয়া নিয়ে তীব্র বচসা, তারপরই রামদা হাতে রক্তক্ষয়ী সংঘর্ষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ৭,নভেম্বর :: বাথরুম যাওয়া নিয়ে তীব্র বচসা, তারপরই রামদা হাতে রক্তক্ষয়ী সংঘর্ষ। পূর্ব বর্ধমানের কালনা থানার ধাত্রীগ্রাম এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনায় জখম হয় একই পরিবারের পাঁচজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-জায়গা নিয়ে পূর্ব থেকেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। তার উপর এদিন বাথরুম ব্যবহারের সময় নিয়ে ফের বিবাদ বাঁধে।

সেই বিবাদ মুহূর্তে মারাত্মক আকার নেয়—এক ভাই অপর ভাইকে রামদা দিয়ে কোপায়। ঘটনায় আটকাতে গেলে মা, স্ত্রী ও এক শালী-সহ মোট পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কালনা ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ভাই মহেন্দ্র বসাককে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করেছে।

আহত গৃহবধূ জানান, বাথরুম নিয়ে স্বামীর সঙ্গে ভাসুরের ঝামেলা বাধে। তখন ননদ ও নন্দাইও আমাদের মারধর করে। রামদা দিয়ে কোপানো হয়।

অন্যদিকে অভিযুক্ত মহেন্দ্র বসাক দাবি করেন, “আমার বোন ও বোনের স্বামীকে ওরা আগে মারধর করছিল। আমি থামাতে গিয়ে ওদের হাতেই থাকা রামদা নিয়ে মারি”।ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =