নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শুক্রবার ৭,নভেম্বর :: ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অগ্রগতি নিয়ে বৈঠক হলো ঘাটাল টাউন হলে। একই কথার পুনরাবৃত্তি করেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া।
খাল নদী সংস্কার, ঘাটাল শহরে দুটি পাম্প হাউস তৈরি সহ অন্যান্য পরিকল্পনাগুলির কথা বলেন মন্ত্রী। কেন্দ্রীয় সরকার মাস্টার প্ল্যানের জন্য কোন অর্থ মঞ্জুর করেনি, এই কথা বলে তিনি দোষারোপ করেন কেন্দ্রীয় সরকারকে।
পাশাপাশি উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কোন অর্থ কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেন নি বলে তার অভিযোগ। বৈঠকে ছিলেন পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক বিজিন কৃষ্ণ, ঘাটালের নতুন মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, খড়্গপুরের মহকুমা শাসক সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

