নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: শুক্রবার ৭,নভেম্বর :: আজ রামপুরহাটে বিজেপির উদ্যোগে আয়োজিত ‘সংবিধান বাঁচাও যাত্রা’-য় উচ্ছ্বাসে ভরপুর ছিল গেরুয়া শিবির। মিছিলে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি ড: সুকান্ত মজুমদার।
রামপুরহাট পৌরসভা মাঠ থেকে যাত্রা শুরু হয়ে কামারপাটি মাঠে গিয়ে শেষ হয় এই পদযাত্রা। পথজুড়ে পতাকা, ব্যানার ও ঢাকঢোলের তালে স্লোগান দিতে দিতে এগিয়ে যান বিজেপি কর্মীরা। ‘SIR’ সংক্রান্ত স্লোগানও শোনা যায় মিছিলে।

