নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৭,নভেম্বর :: সাত সকালে অফিস যাওয়ার মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস। গুরুতর জখম হয়েছেন বাসে থাকা ৫০ জনের অধিক যাত্রী। তাদেরকে উদ্ধার করে রেজওয়ানী হাসপাতালে পাঠিয়েছেন রাজারহাট থানার পুলিশ।
জানা গেছে শুক্রবার সকালে বেড়াচাঁপা থেকে চাকলা করুণাময়ীর বাস খড়িবাড়ি থেকে রাজারহাট এর দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের অভিযোগ ড্রাইভার দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খড়িবাড়ি হাড়োয়ার খালে যাত্রী বোঝাই বাস নিয়ে পড়ে যায়।
ঘটনাস্থলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলে পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেন একজন হাসপাতালে পাঠায়। স্থানীয়দের মতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হতে পারে।
বহু যাত্রী গুরুতর রকম হয়েছেন বলে জানা গেছে। সাত সকালে অফিস টাইমের এই দুর্ঘটনায় রাজারহাট খড়িবাড়ি রোডে যানজটের সৃষ্টি হয়।

