শেওড়াফুলি গড়বাগানে যৌন কর্মির আত্মহত্যা,তৃনমূলের অভিযোগ এসআইআর এর ভয়ে মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শেওড়াফুলি :: শুক্রবার ৭,নভেম্বর :: শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা বিতি দাস(৪৯) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে।

পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন।শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁপদানীর বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃনমূল সভাপতি অরিন্দম গুঁইন,বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো,এবং স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর।

অরিন্দম গুঁইনের অভিযোগ,২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিলো না যৌন কর্মির।নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন।তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, তাই এসআইআর।

স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন,প্রায় ত্রিশ বছর ধরে ওই যৌন কর্মি এই পল্লীতে ছিলেন।ওর স্বামী আছে। এস আই আর এর ফর্ম দিয়ে গেছে।হতেও পারে এসআই আর আতঙ্কেই আত্মহত্যা করেছেন।

পল্লীর এক বাসিন্দা জানান,গতকাল রাতে স্বামীর ঝগড়া হয়েছিল বিতির।ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান।আজ সকালে বেলায় দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ।

বিজেপির নেতা স্বপন পাল বলেন,এরা সব মৃত্যুকেই এসআইএর বলে চালাতে চাইছে।পারিবারিক অশান্তি ঝগড়া অস্বাভাবিক মৃত্যু হলেই এসআইআর বলে চালিয়ে দিচ্ছে । এসব করে লাভ হবে না। এসআইআর হচ্ছে হবে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম বাদ যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =