নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাগরাকাটা :: শুক্রবার ৭,নভেম্বর :: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক পার্শ্বশিক্ষক। সোমবার রাতে নাগরাকাটার টোন্ডু থেকে বামনডাঙ্গা যাওয়ার পথে চলন্ত বাইক থেকে ঝাঁপ দিয়ে হাতির আক্রমণ থেকে রক্ষা পান তিনি। বর্তমানে তিনি শুলকাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, আহত ব্যক্তির নাম সোরেল টিজ্ঞা (বয়স আনুমানিক ৩৮), বামনডাঙ্গার মডেল ভিলেজের বাসিন্দা এবং টোন্ডু প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক।

প্রতীকী চিত্র
সোমবার রাতে তিন বন্ধু আলাদা আলাদা মোটরবাইকে চড়ে টোন্ডু থেকে বামনডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে একটি বাঁকে হঠাৎই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বন্য হাতির মুখোমুখি হয়ে পড়েন সোরেলবাবু।
আকস্মিক বিপদ বুঝে তিনি দ্রুত বাইক থেকে লাফিয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়েন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বাসিন্দা ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নাগরাকাটার শুলকাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, ওই সময় হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে অন্য দিকে চলে যায়। সৌভাগ্যক্রমে হাতিটি আক্রমণ করেনি, না হলে বড়সড় বিপদ ঘটতে পারত। স্থানীয়দের মতে, এই রাস্তায় প্রায়ই বন্য হাতির আনাগোনা দেখা যায়। রাতে যানবাহন চলাচল আরও সাবধানে করার পরামর্শ দিয়েছেন বনকর্মীরা।

