নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শনিবার ৮,নভেম্বর :: নবদ্বীপের রাস ও আরং শেষ হতেই শান্তিপুরের ভাঙ্গা রাস নিয়ে মেতে উঠেছে সকলে। লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছে শান্তিপুরের রাজপথে। হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে স্বামী বাড়ির বিগ্রহকে প্রথমে বের করা হয়।
আর যা দেখতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে শান্তিপুরের রাজপথে। শান্তিপুরের ভাঙ্গা রাসের মুখ্য আকর্ষণ রাইরাজা। রাই রাজা হল একটি পৌরাণিক প্রথা। রাধার প্রতীক হিসেবে ব্রাহ্মণ বাড়ির কুমারী মেয়েদের রাজকীয় পোশাকে সিংহাসনে বসিয়ে পরিক্রমা করা হয় হরিনাম সংকীর্তন এর মাধ্যমে।
যা দেখতে রাস্তার দুই ধারে অগণিত মানুষ ভিড় জমায়। রাইরাজাই হল শান্তিপুরের ভাঙা রাসের মুখ্য আকর্ষণ। প্রথমে বিভিন্ন গোসাই অথবা গোস্বামী বাড়ির বিগ্রহ শোভাযাত্রায় অংশ নেয়। এরপরে শান্তিপুরের বিভিন্ন বারোয়ারি তাদের প্রতিমা ও বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপস্থিত হয় শান্তিপুরের রাজপথে।
শান্তিপুরের ভাঙারাস শান্তিপূর্ণ করতে সদা সচেষ্টা প্রশাসন। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

