নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকড়া :: শনিবার ৮,নভেম্বর :: শনিবার সাত সকালে ভয়াবহ আগুন পোশাক কারখানায় | ঘটনাটি ঘটে ডোমজুড়ের বাঁকড়া বাদামতলায়। শনিবার ৫.৩০ নাগাদ একটি বহু তলের এক তলায় আগুন লাগার ঘটনা সামনে আসে।
ঘন জনবসতি লাগোয়া মার্কেট বহুতলে পোশাক সহ বিভিন্ন সামগ্রী মজুদ এবং বহু মানুষের উপস্থিতি। যেকোনও মুহূর্তে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিতে পারে। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষ।
আগুন দেখে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। আগুন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে। খবর দেওয়া হয় দমকলে, কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, বাঁকড়া বাদামতলায় একটি বহু তলের একতলায় লেজার কাপড় কাটিং কারখানায় আগুন লাগে। কারখানার মধ্যে কয়েকজন ছিল, আগুন লাগতেই বেরিয়ে আসে। কি কারণে আগুনটা স্পষ্ট নয় তবে, স্থানীয় একাংশের মতে কাপড় কাটার সময় লেজার মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার ঘটনা সামনে আসতেই কারখানা থেকে কয়েকজনকে বেরিয়ে আসতে দেখেন স্থানীয় মানুষ। তাঁরা কোনরকমে প্রাণ বাঁচাতে একতলের ওই কারখানা থেকে বেরিয়ে আসে।
ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল ও পুলিশ। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করে, ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায়। দমকলের ৩টি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভূষ্মিভূত হয় গোটা কারখানা। ওই কারখানায় থাকা মজুত কাপড় সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি।

