নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: শনিবার ৮,নভেম্বর :: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি ট্রাফিক পুলিশের তরফে অভিযান চালিয়ে প্রায় ২০ টি টোটোকে আটক করা হলো কুলটির জিটি রোড থেকে ।
এই বিষয়ে কুলটি ট্রাফিক গার্ড OC অসীম কুমার দে জানিয়েছে টোটো আটক করা হয়েছে তাদেরকে ফাইন করা হবে না তারা যত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করিয়ে টোটো নিয়ে যেতে পারে।

