নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: শনিবার ৮,নভেম্বর :: গত মঙ্গলবার রামনগর থানার কঙ্কনেশ্বর গ্রামের বাসিন্দা রনজিত সেনাপতি স্ত্রী দেবী দলাই সেনাপতি প্রসূতি বিভাগে ভর্তি হন ডঃ বাসুদেব মান্নার আন্ডারে।
আজ সকালে দশটার নাগাদ ডক্টর ইপিকা ঘোড়াইর আন্ডারে স্বাভাবিক প্রসব হয়।ডাক্তারের কথায় দেবী দলায় মৃত বাচ্চা প্রসব করেন।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ডাক্তার এবং নার্সের গাফিলাতির জন্য সদ্যোজাতে মৃত্যু ঘটনা ঘটেছে।
দীঘা রাজ্য সদর হাসপাতালে সুপার,সন্দীপ বাগ বলেন আমি যে রিপোর্ট দেখেছি তাতে বলা হয়েছে বাচ্চার গলায় নাড়ী জড়িয়ে যাওয়ার জন্য তার মৃত্যু হয়েছে।
সুপার আরো বলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ময়নাতদন্তের পরে সঠিক কারণ জানা যাবে এবং আইনত যে ব্যবস্থা রয়েছে তা গ্রহণ করা হবে।

