ডাক্তার হয়ে নিজের গ্রামের গরীব দুঃস্থ মানুষের বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা দেবেন শীর্ষেলেন্দু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলীগঞ্জ :: শনিবার ৮,নভেম্বর :: শীর্ষেলেন্দু ডাক্তার হয়ে গ্রামের সেবা করতে চায়। দীর্ঘ চার বছরের চেষ্টায় অবশেষে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হওয়ার পথে কোচবিহার জেলার মেখলীগঞ্জের জামালদহের শীর্ষলেন্দু রায়। তার এই খুশিতে বাবা সুশীল চন্দ্র রায়, মা কবিতা রায় সহ দুই বোন খুশি।

শীর্ষেলেন্দুর বাবা সুশীল রায়ের জামালদহ বাজারে একটি ওষুধের দোকান আছে, মা কবিতা রায় গৃহকর্ত্রী। তাঁর দিদি কিছুদিন আগেই আইসিডিএস এ নিয়োগ পেয়েছেন, তাঁর এক বোন জহর নবোদয় বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক এ পড়ছেন।শীর্ষেলেন্দুর পারিবারিক সূত্রে জানা গেছে,২০১৯ সালে তুফান গঞ্জ জহর নবোদয় বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছিল।

শুধু তাই নয় টপ ফাইভ এর মধ্যে তার নাম ছিল। তারপর ২০২১ সালে বিহারের রাজগির নালন্দা জহর নবোদয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর নিট পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।অবশেষে ২০২৫ এ নিট পরীক্ষায় সর্ব ভারতীয় রাঙ্ক ১৬লক্ষ ৯হাজার ৫২, এবং এস সি ক্যাটাগরি রেঙ্ক ৯১৩৬

বর্তমানে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ট্রেনিং পিরিয়ডে আছেন। শীর্ষেলেন্দু জানান, ট্রেনিং এর শেষে ডাক্তার হয়ে নিজের গ্রামের গরীব দুঃস্থ মানুষের বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 7 =