নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শনিবার ৮,নভেম্বর :: আলিপুরদুয়ার জংশনের দক্ষিণ চেচাখাতায় সাত মাসের শিশু কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় নয়া মোড়।
দিনদুপুরে রহস্যজনকভাবে শিশুটি উধাও হওয়ার নয় ঘন্টা পর উদ্ধার হলো তার মৃতদেহ। আর সেই ঘটনার নেপথ্যে রয়েছেন খোদ শিশুটির মা, পূজো দে ঘোষ।
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। পরিবার সূত্রে জানা যায়, দুপুর প্রায় ২টা ২০ মিনিট নাগাদ শিশুটিকে বিছানায় শুইয়ে রেখে স্নান করতে যান মা পূজো দে ঘোষ। সে সময় ঘরে উপস্থিত ছিলেন শিশুটির ৭০ বছরের দাদু ।
স্নান শেষে ফিরে এসে বিছানায় শিশুটিকে না দেখে হইচই শুরু হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার থানার পুলিশ ও জংশন আউটপোস্টের কর্মীরা। শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। স্নিফার ডগ ব্যবহার করা হলেও প্রথমে কোনো হদিস মেলেনি। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ। কিন্তু সূত্র মেলেনি।
এরপর সন্দেহের তির যায় শিশুর মা’র দিকেই। রাত গভীর পর্যন্ত চলে জেরা। অবশেষে জেরার মুখে ফাঁস হয় আসল রহস্য। শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ বাড়ির ২০০ মিটার দূরের একটি মাঠের জলাশয় থেকে উদ্ধার হয় নিখোঁজ শিশুর দেহ।
অফিসিয়ালভাবে পুলিশ এখনো কিছু জানায়নি, তবে অসমর্থিত সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনা। শিশুটির মা পূজো দে ঘোষকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।
ঘটনার তদন্তে ছিলেন এসডিপিও শ্রীনিবাস এম. পি। আগামীকাল অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে।

