ভক্ত ও ভগবানের অটুট বন্ধনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো রাসলীলার অন্যতম নাম কুঞ্জ ভঙ্গ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ৯,নভেম্বর :: ভক্ত ভগবানের অনন্য বন্ধনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার কুঞ্জভঙ্গ। নয়ন জোড়ানো দৃশ্য দেখার জন্য অগণিত ভক্তবৃন্দের ভিড়। হরিনাম সংকীর্তন সহ ঢাকের কাটির আওয়াজ হৃদয় দুলিয়ে দেয় ভক্তদের।

মূল মন্দিরে প্রবেশের আগে রাসমঞ্চে ভক্তের কোলেই নেচে চলেছে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণ। দুজনের যুগল ঘটানোর জন্যই এই দৃশ্যের নাম কুঞ্জভঙ্গ। নদীয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের শেষ মুহূর্তের কুঞ্জ ভঙ্গের দৃশ্য দেখা মেলে একাধিক গোস্বামী বাড়িতে।

তাদের আরাধ্য দেবতাকে রাস মঞ্চ থেকে মূল মন্দিরে প্রবেশের আগে নগরকীর্তনের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকাকে পরিক্রমা করানো হয়। এরপর গোস্বামী বাড়ির বংশধারেরা শ্রী রাধিকা শ্রীকৃষ্ণ কে কোলে করে নাচতে থাকে, যার মধ্যে অন্যতম শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি এবং বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি।

এদিন কুঞ্জ ভঙ্গে প্রত্যেক বছরের মত ভগবানের দর্শনে ছুটে আসেন রাজ্য আইএনটিটিউসি তথা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এরপর নগরকীর্তনে অংশগ্রহণ করেন। বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির শ্যামসুন্দর জিউকে কোলে করে ঘোরেন নগর কীর্তনে, সাথে ছিলেন বাড়ির বংশধর তথা তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ও তার গোটা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =