নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,নভেম্বর :: বিধান সভা নির্বাচনে দলকে আরও শক্তিশালী করতে ময়দানে ঝাপিয়ে পড়েছে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড। শনিবার বিকালে মালদহের হবিবপুর ব্লকের কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের দলীয় কার্যালয়ে ব্লক কর্মীদের নিয়ে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।
এদিন ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে এস আই আর নিয়ে কর্মীদের অযথা আতঙ্কিত না হওয়ার নির্দেশ দেন।
পাশাপাশি আগামী বিধান সভা নির্বাচনে এক জোট হয়ে এখন থেকেই ভোটের ময়দানে নামার নির্দেশ দেন । গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যায় সেই দিক দেখারও নির্দেশ দেন। এদিন ওই কর্মী সম্মেলনে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকার কর্মীরা হাজির হন।
এদিন ওই কর্মী সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষ বাবু বলেন, আগামী ৬ ডিসেম্বর কামতা পুর পিপলস পার্টি ইউনাইটেডের ঐতিহাসিক দিন ওই দিন উত্তর বঙ্গের জলপাইগুড়ি জেলার ময়না গুড়িতে জন সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে হবিব পুর ব্লকের সকল কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানান সুভাষ বর্মন ।

