নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,নভেম্বর :: ফের ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পুলিশের। এবারে মালদা ইংরেজবাজার শহরের কানি মোড়, স্টেশন রোড সংলগ্ন এলাকা থেকে বিহারের এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজ বাজার থানার পুলিশ।
শনিবার রাত্রে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২০০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম পার্থ রাজ। বাড়ি বিহারের বেগুসরাই।
ধৃতের কাছে থাকা একটি প্লাস্টিকের টিফিন বক্স থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহের ইংরেজ বাজার থানার পুলিশ।

