সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সোমবার ১০,নভেম্বর :: বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর ২০০ কলোনীতে তৃণমূলের প্রতিবাদ মিছিল। কিছু দিন আগে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল বিজেপির বিএল ও ২কে মারধোর করা হয়েছে, তার আইকার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে,
এই মিথ্যা অপপ্রচার এর বিরুদ্ধে, এবং এস আই আরের বিরুদ্ধে, ২০০কলোনিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল। এই মিছিলে হাজারেও বেশি তৃণমূলের কর্মী সহ মতুয়ারা সামিল হয়েছে।
এই মহা মিছিলে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার মতুয়াদের মালা পরিয়ে সম্বর্ধনা,পাশাপাশি এই মিছিলে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার মতুয়াদের সঙ্গে করতাল বাজিয়ে এই প্রতিবাদ সভায় শামিল হলেন।
বারুইপুর পূর্বে বিধায়ক বিভাস সরদার বলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ আছে কোন মানুষকে এস আই আর থেকে বাদ দেওয়া যাবে না, এবং এই বিজেপি মিথ্যে অপপ্রচার বন্ধ করতে হবে , যতদিন পর্যন্ত বন্ধ না করবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করবো।
মতুয়া সম্প্রদায় সবাই আমাদের সঙ্গে আছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে। মহামিছিলে উপস্থিত ছিলেন বারুইপুর ব্লক সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী যার উদ্যোগে মহা মিছিল চয়ন বর্মন বলেন সাধারণ মানুষ জবাব দিয়েছে।

