নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: সোমবার ১০,নভেম্বর :: জমির সংক্রান্ত বিবাদে দুই পক্ষের সংঘর্ষ। আগুন লাগানো হলো বাড়ীতে।ঘটনা এগরায় থানার বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের বিদুরপুর এলাকার। ঘটনার স্থলে এগরা থানার বিশাল পুলিশ।জায়গা সম্পত্তির বিবাদকে ঘিরে দুই পক্ষের উত্তেজনা।
খড়ের চালা ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বিদূরপুর গ্রামে।সূত্রে জানা গেছে, একটি জায়গা বিক্রি করাকে নিয়েই ঝামেলার সূত্রপাত।একই জায়গা বিভিন্নজনকে বিক্রি করার ফলে দখলদারি নিয়ে গন্ডগোল।
এক পক্ষ বাড়ি তৈরী করতে এলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি লেগে যায়। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
