নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ১০,নভেম্বর :: ভগবান রাম এবং হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য। কবির সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। এদিন বিজেপির তরফে নদীয়ার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়। এর আগেও গায়ক কবির সুমন একাধিক কুমন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন।
তার বিরুদ্ধে আবারো অভিযোগ ওঠে ভগবান রাম এবং হিন্দু সম্প্রদায় কে নিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করতে। রবিবার তারই প্রতিবাদে তার বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী অভিযোগ করেন, অবিলম্বে কবির সুমনকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি তিনি যদি কোনদিন শান্তিপুরে প্রবেশ করেন তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

