প্রধানের উঠোনে বসে SIR ফরম বিলি করছেন বি এল ও

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ১০,নভেম্বর :: তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে বিলি হচ্ছে এস আই আরের ফর্ম। এমনই অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

পোলেরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোফিয়ার রহমানের বাড়ির উঠোনে বসেই ফর্ম বিলি করছেন বিএলও শাহিদুল হোসেন।

                                      ভাঙ্গরের  রিনা পরভীন প্রধানের বাড়ি থেকে ফর্ম নিয়েছেন 

সেখানেই ফর্ম নিতে আসছেন গ্রামের সাধারণ মানুষজন। আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।

তার দাবি যদি প্রধানের বাড়ির উঠোন থেকে ফর্ম বিলি হয় তাহলে অন্যান্য দলের কর্মীরা তারা কেন সেখান থেকে ফর্ম নেবেন? এরই পাশাপাশি ওই বিএল ওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কমপ্লেন করারও কথাও জানান তিনি।

অন্যদিকে বাড়ির উঠোনে বসে ফর্ম বিলির বিষয়টি জানেন না স্বয়ং প্রধান। তিনি জানান তার বাড়ির উঠোনে ফর্ম বিলি হচ্ছে বলে জানেন না। যদি বিএলও এটা করে তাহলে সে অন্যায় করছে বলে দাবি করেন।

শুধুমাত্র পোলেরহাট অঞ্চল নয় ভাঙরের একাধিক জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেয়ার পরিবর্তে চেয়ার টেবিল পেতে বসে বিএলওরা ফর্ম বিল করছে বলে দাবি করেন নওশাদ।

অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে প্রধানের বাড়ির সামনে বসে ফর্ম বিলির বিষয়টি অস্বীকার করলেও পরে কিছু মানুষের ফর্ম দিয়েছেন বলে মেনে নেন বি এল ও শাহিদুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =