করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের নামে আবারো পোস্টার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করিমপুর :: সোমবার ১০,নভেম্বর :: বিধায়ক নিখোঁজ , আবারও তার নামে পড়ল নিখোঁজের পোস্টার।নদিয়ার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের নামে নিখোঁজের পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তার বিধানসভা কেন্দ্র করিমপুর এলাকায়।

এর আগেও বিধায়ক বিমলেন্দ সিংহ রায়ের নামে হারিয়ে যাওয়ার পোস্টার পড়েছিল করিমপুরে।এবার ও বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়লো এলাকার বিভিন্ন জায়গায়। যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে করিমপুর জুড়ে।যদিও পোস্টার পড়ার বিষয়ে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় জানান ,তাকে কালিমালিপ্ত করতে একশ্রেণীর মানুষ এগুলা করে বেড়াচ্ছে। আর যারা এইসব করছে সেগুলো আমার অজানা নয়।

করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের নামে কাগজের উপরে লাল ও কালো রং দিয়ে হাতে লেখা বিভিন্ন ধরনের পোস্টার।

বিধায়কের বিরুদ্ধে অজ্ঞাত পরিচয়ের কে বা কারা এই সমস্ত পোস্টার লিখেছেন তা নিয়ে ধ্বন্দে সকলেই। বিধায়ক নাকি খুব কাছের মানুষকে ভুলে যান, বিধায়ক হিসেবে তিনি দুর্বল,  তার পরিবারের মানুষেরা তার কাজে হস্তক্ষেপ করেন।

এলাকার উন্নয়ন এখন অধরা, কোনও কাজ করার ক্ষেত্রে তিনি দলের ব্লক কিংবা অঞ্চল নেতাদের সঙ্গে আলোচনা করেন না। এমন নানা ধরনের অভিযোগ লিখে বিধানসভার বিভিন্ন এলাকার একাধিক জায়গায় পোস্টার পড়েছে।

বিধায়ককে সম্মান জানিয়ে বিজেপির দাবি, চোরের দলে এই ধরনের ভদ্রলোকের জায়গা নেই। বিধায়ক একজন নম্র ভদ্র একজন মানুষ, তিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষক, তার বিরুদ্ধে তেমন কোন অভিযোগ নেই।

এলাকার মানুষের কাছে তার যথেষ্ট সুনাম ও আস্থা রয়েছে। তাই আমরা মনে করি যে এই পোস্টার তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠীর চক্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 16 =