নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ১০,নভেম্বর :: মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা মৈনাক চা বাগানের প্রায় একশো বিঘা জমি কেড়ে নিয়েছে ধরলা নদী। এদিন বাধ নির্মাণের দাবিতে চ্যাংড়াবান্ধা মৌনাক চা বাগানের ম্যানেজার রাম অবতার শর্মা সাংবাদিক সম্মেলন করেন।
চা বাগানের ম্যানেজার বলেন দীর্ঘদিন থেকে অবৈধ বালি উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয় এতে প্রায় ১০০ বিঘা জমি ৩০ বছরের চা চারা সহ নদী গর্ভে তলিয়ে যায় ।
এই চা বাগানে বর্তমানে ৮১৮ জন স্থায়ী কর্মী এবং ৫০০ জন অস্থায়ী কর্মী কর্মরত যদি দিনের পর দিন এভাবে নদী গর্ভে চলে যায় বিপদের মুখে পড়বেন সকলে।
বাধ নির্মাণ নিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন সরকারি দফতরের জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি।

