নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: মঙ্গলবার ১১,নভেম্বর :: বীরভূমের নানুর থানার মোহনপুরে সোমবার রাতে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বোলপুরগামী ও নানুরগামী দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন কমপক্ষে ৩০ জন। সংঘর্ষের তীব্রতায় বাস দুটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই বাসই অতিরিক্ত গতিতে চলছিল এবং মোহনপুরের কাছে সংকীর্ণ মোড়ে পৌঁছে মুখোমুখি ধাক্কা লাগে। যাত্রীদের চিৎকারে চারদিক ছুটে আসেন স্থানীয় লোকজন।
তাঁরা দ্রুত আহতদের উদ্ধার করে পুলিশকে খবর দেন। নানুর থানার পুলিশ এসে সবাইকে হাসপাতালে পাঠায়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার জেরে সাময়িকভাবে রাস্তা অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বাস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বেপরোয়া ড্রাইভিংই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিক অনুমান।
এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় প্রায়ই দ্রুতগতিতে বাস চলাচল হয়—এ নিয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি উঠছে।

