নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ১১,নভেম্বর :: বারুইপুর থানার বংশী বটতলা এলাকায় বাইপাস লাগোয়া তিনটি কাঠের দোকানে বিধ্বংসী আগুন লাগে। ভোরে আগুন লাগে। খবর দেওয়া হয় বারুইপুর দমকলে। একটি ইঞ্জিন ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আদি গঙ্গা থেকে জল তুলে এখনো আগুন নেভানোর কাজ চালায় দমকল। কাঠের দোকানে একটি গ্যাস সিলিন্ডার ছিল তা বাস্ট করে। এলাকায় জোরালো আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়। এলাকার মানুষজন এসে ভিড় করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শিখরবালি এক নম্বর পঞ্চায়েত প্রধান সুজয় সাফুই।
বারুইপুর থানার পুলিশ আসে ঘটনা স্থলে। স্থানীয় বাসিন্দারা বলেন,, আফতাব আনসারী, মোজাফ্ফর আনসারী ও ইয়াসিন আনসারী এর দোকান ছিল। এদের বাড়ি পার্ক সার্কাসে। শ্রমিকরা থাকে বিহারে। তারা ভোট দিতে গিয়েছে বিহারে। মোট ৪-৫ জন শ্রমিক দোকান গুলিতে কাজ করতো।
কীভাবে এই আগুন লাগলো তা পরিষ্কার নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন প্রাথমিক তদন্তে অনুমান প্রশাসনের।

