নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৩,নভেম্বর :: জেঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড। আবার নিজের পিতা দিয়ে আরেকটি ভোটার কার্ড। তিনি পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া পঞ্চায়েতের শ্বাসপুর রামকৃষ্ণপল্লীর বিজেপির সদস্য। পঞ্চায়েত সদস্যের ভোটার লিস্টে একই ব্যক্তি দুবার নাম দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার।
গোপাল বারই কালনা দু’নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য , একটি ভোটার কার্ডে তার নিজের জ্যাঠা দুলাল বারই কে পিতা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেন। পরবর্তীকালে তিনি আরেকটি ভোটার কার্ড করেন নিজের বাবা অনিল বারই এর নাম দিয়ে।
গত পঞ্চায়েত নির্বাচনের আগেই তার এই দুটি ভোটার কার্ড ছিল , এখন ভোটার তালিকায় দুটি নাম থাকায়, উঠছে প্রশ্ন কি করে জেঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড এবং পরবর্তীকালে নিজের বাবা নাম দিয়ে আরেকটি ভোটার কার্ড সম্ভব হল ।
এ বিষয়ে গোপাল বারইয়ের সাফাই তিনি জানান sir এ একটি নাম বাতিল হয়ে যাবে। তিনি আরো জানান তখন নির্বাচন কমিশনারের সাইট বন্ধ হয়ে গেছিল সংশোধনের ক্ষেত্রে। অবশ্যই এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল জানান বি ডিও কে বিষয়টি জানানো হবে ।

