২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই খড়দহ পৌরসভার পাঁচবারের পৌর পিতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দহ :: বৃহস্পতিবার ১৩,নভেম্বর :: ১৯৯৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা খড়দহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পৌর পিতা হিসাবে দায়িত্ব সামলেছেন তাপস দাশগুপ্ত।।

তিনি এস আই আর শুরু হওয়ার পর যখন ২০০২ সালের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম খুঁজতে যান তখন দেখতে পান ২০০২ সালের ভোটার তালিকাতে তার এবং তার পরিবারের কোনো সদস্যের নাম নেই।।

এমনকি খড়দহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বেশ কিছু পুরনো বাসিন্দা যারা কয়েক পুরুষ ধরে সেই এলাকায় বসবাস করেন এবং সমস্ত ভোটেই ভোটদান করেছেন।।তাদেরও নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই।। এরপর বিষয়টি জানাজানি হতেই তৃণমূল কংগ্রেস কর্মীরাও ভোটার তালিকা খতিয়ে দেখলে একই ফল বের হয়।খড়দহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা তাপস দাশগুপ্ত অভিযোগ করেন কি কারণে তার নাম বাদ গেল ২০০২ সালের ভোটার তালিকা থেকে তিনি বুঝতে পারছেন না।।কারণ যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তিনি পৌরপিতা ছিলেন ওই ওয়ার্ডেই।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা চন্দন রায় জানান শুধুমাত্র প্রাক্তন পৌরপিতাই নয় বহু মানুষেরই দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম নেই।। ২০০২ সালের যারা সেই এলাকার পুরনো বাসিন্দা এবং প্রত্যেক ভোটেই ভোট দান করেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =